অবশেষে ভারতে কমতে শুরু করেছে টমেটোর দাম
ভারতের বাজারে টমেটোর দাম কমতে শুরু করেছে। অনেক শহরেই টমেটোর দাম কেজিতে ১০০ রুপির নিচে নেমে এসেছে, যদিও ১৫ দিন আগেই তা কেজিতে ২৫০ থেকে ২৬০ রুপিতে বিক্রি হয়েছে। মূলত সরবরাহ বাড়তে শুরু করায় টমেটোর দাম কমতে শুরু করেছে।
এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার ভ্যানে করে ৪০ টাকা কেজি টমেটো বিক্রির সিদ্ধান্ত নেয় এনএএফইডি ও এনসিসিএফ নামের দুটি সরকারি সমবায় সমিতির মাধ্যমে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করেছিল যে ভারতের কেন্দ্রীয় সরকারকে ইতিহাসে এই প্রথম খোলা ভ্যানে করে টমেটো বিক্রি করতে হয়েছে—যেসব শহরে টমেটোর দাম প্রতি কেজি ২৫০ রুপিতে উঠে গিয়েছিল, সেই সব শহরে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- টমেটো
- দাম কমেছে