You have reached your daily news limit

Please log in to continue


ব্যালন ডি’অর নিয়ে ভাবছি না: মেসি

বর্ণিল ক্যারিয়ারে জিতেছেন সব কিছুই। একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। অধরা সেই ট্রফিটাও জিতে গেছেন গত ডিসেম্বরে। লিওনেল মেসির কাছে যা জীবনের সেরা প্রাপ্তি। এই অর্জনের ব্যাপ্তি এতটাই বিশাল যে, ব্যালন ডি’অর প্রসঙ্গে আর্জেন্টাইন তারকা সরাসরি বলে দিতে পারছেন, ‘এটা নিয়ে ভাবছি না’।

এ বছর ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা হবে আগামী ৩০ অক্টোবর। লিগস কাপের ফাইনালের আগে সংবাদসম্মেলনে যে পুরস্কার নিয়ে কথা বলতে হলো ইন্টার মায়ামির অধিনায়ক মেসিকে।


এ সময় মেসি বলেন, ‘এটি এমন এক স্বীকৃতি যা অনেক গুরুত্ব বহন করে। ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সুন্দর পুরস্কারগুলোর একটি। তবে কখনোই আমি এটিকে গুরুত্ব দেইনি।’

মেসির কাছে সব সময়ই গুরুত্ব পেয়েছে দলগত সাফল্য, ‘আমার কাছে সব সময়ই যেটা গুরুত্ব পেয়েছে তা হলো দলগতভাবে পুরস্কার জেতা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন