You have reached your daily news limit

Please log in to continue


Apple iPhone 15 : আইফোনে থাকতে পারে নতুন ধরনের চিপ

সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে অ্যাপল আইফোন ১৫ (Apple iPhone 15)। এরই মধ্যে নতুন আইফোনে লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত করা হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। তবে এটি সুখবর নাও হতে পারে। কারণ অ্যাপল-সার্টিফায়েড ডেটা কেবল ছাড়া আইফোন অন্য কোন কেবল দিয়ে চার্জ দিলে কিছু অসুবিধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে নতুন সিরিজের ফোনের নতুন পোর্ট ডিজাইনের ইন্টার্নাল কম্পোনেন্টের ছবি প্রকাশ্যে এসেছে। যার মধ্যে একটি বিশেষ চিপকে দেখা গেছে। যা থার্ড পার্টি কেবল সনাক্ত করে তাতে চার্জিং স্পিড এবং ডেটা ট্রান্সফারে বাধা দিতে পারে।

জানা গেছে, অ্যাপল ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়মাবলী মেনে আইফোন ১৫ সিরিজের ফোনগুলোর জন্য বিদ্যমান লাইটনিং পোর্ট বর্জন করে সাধারণ মোবাইলের মতো ইউএসবি-সি স্ট্যান্ডার্ড অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তি গবেষক মাজিন বু টুইটারে আইফোনের চার্জিং কম্পোনেন্টের ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর মধ্যে একটি নতুন চিপও দেখা গেছে। যাকে ৩এলডি৩ চিপ হিসেবে লেবেল করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন