খুলনা মেডিকেল: শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ২, খোলেনি ওষুধের দোকান
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ফের সংঘর্ষ ও হামলার আশঙ্কায় ঘটনার দিন থেকে দোকান বন্ধ রেখেছেন ওষুধ ব্যবসায়ীরা। তাতে সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েছেন।
বুধবার রাতে শহরের বয়রা বাজার থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট বয়রার হাসানবাদ থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয় বলে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান।
গ্রেপ্তাররা হলেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপ্লব মেডিসিন কর্নারের মালিক এস এম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও তার দোকানের কর্মচারী মীর বায়জিদ (২০)।