জামাল ইস্যুর সমাধান বাফুফের টেবিলে!
আর্জেন্টিনার তৃতীয় ক্লাব সোল দা মায়ামোর হয়ে খেলতে স্বাস্থ্য পরীক্ষা করতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন জামাল ভূঁইয়া। এটা জানার পর শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বাংলাদেশের ক্লাবটির দাবি ছুটিতে যাওয়ার আগে তাদের সঙ্গে চুক্তি করে গেছেন ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার। জামালের সঙ্গে চুক্তির কাগজটি সংবাদমাধ্যমেও পাঠান শেখ রাসেল কর্তারা। সেই কাগজটি বাংলাদেশ অধিনায়ককে পাঠানোর পর সেখানে অনেক ভুল-ত্রুটি তুলে ধরেন জামাল ভূঁইয়া।
জামাল ভূঁইয়ার কথা অনুযায়ী, চুক্তির কাগজে নিজের বাবা, মা এবং মোবাইল নাম্বার ভুল লেখা হয়েছে। তাঁর দাবি, এ চুক্তির কোনো ভিত্তি নেই, এটা বাফুফের কাগজে চুক্তি নয়। তাই মাসিক ১৫ লাখ টাকায় ১৫ মাসের জন্য আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলতে কোনো বাধা নেই বলে মনে করেন জামাল।
কিন্তু অন্য ক্লাবে জামালকে খেলতে হলে নাকি তাঁর আগের ক্লাব শেখ রাসেলের অনুমতি লাগবে। ক্লাব কর্তারা এমনটা দাবি করলেও তার কোনো ভিত্তি নেই বলে জানান ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।