ব্রাজিলের ‘বুড়ো নেকড়ে’ জাগালো হাসপাতালে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ০৯:০১
মূত্রনালির সংক্রমণে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালো। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি গড়া জাগালোর মূত্রনালিতে সংক্রমণের কথা কাল জানিয়েছেন চিকিৎসকেরা। ৯২তম জন্মদিন পালনের এক সপ্তাহ পরই হাসপাতালে ভর্তি হতে হলো ব্রাজিলিয়ান ফুটবলে ‘ওল্ড উলফ’ বা বুড়ো নেকড়ে খ্যাত জাগালোকে।
রিও ডি জেনিরোর বারা ডি’অর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জাগালো গত মঙ্গলবার সেখানে ভর্তি হন। চিকিৎসকেরা জানিয়েছেন, জাগালোর শরীর ‘স্থিতিশীল এবং শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য লাগছে না।’ জাগালোকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংবাদ সংস্থা এএফপি।