বিএনপির লিফলেট বিতরণ আজ, শুক্রবার গণমিছিল

বার্তা২৪ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ০৮:০২

হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ করবে বিএনপি। একই দাবিতে শনিবার সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করবে দলটির নেতাকর্মীরা।


এদিকে একদফা’র দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি। ঘোষিত এসব কর্মসূচি সফল করতে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। এরই মধ্যে কেন্দ্রীয় নেতাসহ তৃণমূলের নেতাদেরকে কড়া বার্তা দিয়েছেন হাইকমান্ড।


বিএনপির গণমিছিলে বড় জনসমাগমের প্রস্তুতিও নিয়েছেন নেতারা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় গণমিছিলের রোডম্যাপ তৈরি করেছে বিএনপি। সরকারের পতনের দাবিতে একদফা আদায়ে বিকাল ৩টায় গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে মহাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও