কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের মোবাইল তৈরির কারখানাগুলো কি বন্ধ হয়ে যাবে?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১৫:৩০

অনেক স্বপ্ন নিয়ে দেশে চালু হয় ১৪টি মোবাইল তৈরির কারখানা। লক্ষ্য ছিল দেশের প্রয়োজন মিটিয়ে রফতানি করা। কিন্তু মোবাইল ফোনের বাজারে দীর্ঘদিন ধরে মন্দা চলার কারণে কারখানাগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে মেড ইন বাংলাদেশের উদ্যোগ। কারণ, বাজারে চলছে ক্রেতার সংকট।


এক প্রতিবেদনের দেখা গেছে, গত বছরের জুন মাসে যেখানে দেশে মোবাইল ফোনের উৎপাদন ছিল ২০ লাখের বেশি ইউনিট, সেখানে চলতি জুনে তা নামতে নামতে দাঁড়িয়েছে ৮ লাখে। এভাবে চলতে থাকলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, বিনিয়োগও কমতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে মোবাইল বাজার সূত্র।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক কারখানা শ্রমিক ছাঁটাই করে, ডাবল শিফট কমিয়ে একটা শিফট চালু রেখে, লাইন সংখ্যা কমিয়ে, সপ্তাহে দুই থেকে তিন দিন চালু রেখে (বাকি দিনগুলো বন্ধ রেখে) ক্ষতির পরিমাণ কমিয়ে কারখানা টিকিয়ে রেখেছে। এভাবে চলতে থাকলে একসময় পুরো কারখানা বন্ধ করা ছাড়া উৎপাদকদের সামনে আর কোনও পথ খোলা থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও