কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লড়তে পেরেই খুশি ব্রুজোন

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১১:৩১

অস্কার ব্রুজোন তাঁর শিষ্যদের কাছ থেকে লড়াই চেয়েছিলেন। তাঁর চাওয়া ছিল একটা ইতিবাচক মানসিকতা নিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের চ্যালেঞ্জটা নিক তাঁর দল। সামর্থ্যের চেয়েও বেশি দিক তাঁরা। গতকাল শারজা এফসির বিপক্ষে লড়াইটা মন্দ করেনি তাঁর দল বসুন্ধরা কিংস। ২-০ গোলে হেরে প্রিলিমিনারি রাউন্ড থেকে বিদায় নিলেও এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজেদের শুরুটা মোটামুটি স্মরণীয় করে রাখতে পেরেছে কিংস।


শারজা এফসিতে খেলেছেন সাবেক বার্সেলোনা তারকা মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসার। এই দুজনের বাইরেও শারজা দলে ছিলেন উঁচু মানের আরও কয়েকজন ফুটবলার। কাল বসুন্ধরা কিংস হেরেছে ব্রাজিলিয়ান ফুটবলার লুয়ানজিনিও পাহেইরার জোড়া গোলে। পিয়ানিচ-আলকাসারদের বিপক্ষে ম্যাচটা অনেকটাই শেখার ছিল তপু বর্মণ, বিশ্বনাথ, আনিসুর রহমানদের। সেই অভিজ্ঞতাটা যে তাদের দারুণ, তা আর বলার অপেক্ষা রাখে না। শারজার শক্তি আর অভিজ্ঞতার কাছে হারলেও এ ম্যাচের অভিজ্ঞতা এশীয় স্তরে ভবিষ্যতে ভালোই কাজে লাগবে কিংসের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও