সিঙ্গাপুরকে আলোচনাধীন এফটিএ করার তাগিদ দেবে বাংলাদেশ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১০:১২
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ ও সিঙ্গাপুর। সেই লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করা নিয়ে আলোচনা করবে দুই দেশ। আলোচনাধীন এফটিএ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য সিঙ্গাপুরকে তাগিদ দেবে বাংলাদেশ।
বুধবার (১৬ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) বসছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। দুই দেশের সামগ্রিক বিষয় নিয়ে হতে যাওয়া এফওসিতে মূল ফোকাস থাকছে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, কৃষি, অবকাঠামো খাতে বিনিময়, কারিগরি সহায়তা এবং উচ্চতর দক্ষতা বিনিময় ও উচ্চ পর্যায়ের সফর বিনিময় করার সার্বিক বিষয়ে আলোচনা হবে। মূল ফোকাস থাকবে অবকাঠামো এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা।