মাইক্রসফটের নতুন অফিস ডিফল্ট থিম, ফন্ট আসছে সেপ্টেম্বরে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ০৭:৪১

সম্প্রতি মাইক্রোসফট নতুন অফিস ডিফল্ট থিম নিয়ে পরীক্ষা চালাচ্ছে। আগামী মাসে এটি মাইক্রোসফট-৩৬৫ -এর সব গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করা হবে। মাইক্রোসফট জানায়, তাদের ডিফল্ট অফিস থিমে নতুন যে বিষয়গুলো আনতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে নতুন ফন্ট, নতুন কালার প্যালেট, স্টাইল ও আপডেটেড ডিফল্ট লাইন ওয়েটস।


সংবাদ মাধ্যম ভার্জ জানায়, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পরে ওয়ার্ড, আউটলুক, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে প্রচলিত ক্যালিব্রি ফন্টের পরিবর্তে অ্যাপটস ফন্টকে ডিফল্ট হিসেবে আনা হচ্ছে।


ফন্ট পরিবর্তনের পাশাপাশি ডকুমেন্টে স্টাইল এবং কালার প্যালেটেও আসছে পরিবর্তন। কালার প্যালেটের সবচেয়ে বড় পরিবর্তন হলো, হলুদ পরিবর্তে গাঢ় সবুজ হচ্ছে আর হালকা নীলের মধ্যে একটি পরিবর্তে হয়ে নতুন একটি রঙ আসছে। নতুন এই পরিবর্তনটি অফিস ডকুমেন্টে থাকা লাইন এবং শেপস’র কন্ট্রাস্টের মান আরও ভালো করবে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও