কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমদানিতে জটিলতা এলপি গ্যাস সংকটের শঙ্কা

বার্তা২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ০৬:২৫

এলসি জটিলতার কারণে বাজারে এলপি গ্যাসের সংকটের শঙ্কা দেখছেন অনেকেই। আমদানি নির্ভর এই পণ্যটি পূর্বের মজুদ থেকে অনেক কোম্পানি সরবরাহ করছেন।


সরবরাহ অব্যাহত থাকলেও শিগগিরই নতুন পণ্য আমদানি করতে না পারলে বাজারে সংকটের শঙ্কা দেখছেন অনেকেই।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে এলপি গ্যাসের বাজারের ২২ শতাংশ নিয়ন্ত্রণ করছে বসুন্ধরা গ্রুপ। কোম্পানিটি গত জুলাই মাসে আমদানির লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ পূরণ করতে পেরেছেন। এলসি জটিলতার কারণে আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এলপি গ্যাসের বাজারের আরেক বড় প্রতিষ্ঠান বেক্সিমকো জুলাইয়ের শেষ দিকে গ্যাস সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে। অন্যান্য কোম্পানিও আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। মজুদ থেকে সরবরাহ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিন বার্তা২৪.কম-কে বলেছেন, আমরা গত ৭ আগস্ট এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বসুন্ধরা ও বেক্সিমকোর পক্ষ থেকে এলসি জটিলতার কথা জানানো হয়। আমরা তাদের বলেছি, লিখিত আবেদন দিতে। লিখিত আবেদন এখনো পাইনি, লিখিত পেলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও