দেউলিয়া হওয়ার শঙ্কায় চ্যাটজিপিটি’র প্রতিষ্ঠান ওপেনএআই

চ্যানেল আই প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৭:১১

অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ দেউলিয়া হয়ে যেতে পারে স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠান ওপেনএআই। গত বছর ওপেনএআই বিশ্বে সাড়া জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চ্যাটজিপিটি বাজারে এনেছিল।


এনডিটিভি জানিয়েছে, ওপেনএআই এর শুধুমাত্র চ্যাটজিপিটি পরিচালনা করতে প্রতিদিন প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা) খরচ হয়। অল্টম্যানের ওপেনএআইকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে নগদ অর্থ খরচ করতে হচ্ছে। জিপিটি৩.৫ এবং জিপিটি৪ বাজারে আনার পরেও যথেষ্ট মুনাফা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।


২০২২ সালের নভেম্বরে চালু হওয়ার পর চ্যাটজিপিটি ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হয়ে উঠে। প্রথমদিকে বিপুল ব্যবহারকারী থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।


সিমিলারওয়েবের তথ্য বলছে, চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা জুনের তুলনায় ১২ শতাংশ কমে গেছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা ১৭০ কোটি থেকে ১৫০ কোটিতে নেমে এসেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও