রুপিতে বাণিজ্য করে বাংলাদেশের কতটা লাভ হচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১২:৩৩

বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্যিক লেনদেনে রুপির ব্যবহার শুরু হয়েছে। দুই দেশের সরকারই এই বন্দোবস্তকে মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলছে, এতে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে এবং ডলারের আধিপত্য পাশ কাটিয়ে নিজেদের মুদ্রায় বাণিজ্য করা সম্ভব হবে।


ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ এখন ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলার। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এই বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশ এখন ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য রুপিতে করতে পারবে; অর্থাৎ ভারতে দেশটি যে পরিমাণ রপ্তানি করে, সেই পরিমাণ। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও