বিয়ের হুল্লোড় না বৈষম্যের দলিল? দ্বিতীয় সিজ়নে কোন দিকে পাল্লা ভারী ‘মেড ইন হেভেন’-এর?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১১:৩৬
‘সব ভাল, যার শেষ ভাল’। এই প্রবাদ বাঙালির অজানা নয়। সময়ে-অসময়ে এই প্রবাদ ব্যবহারেও ঘনঘটাও কম নয়। হিন্দিতে ‘অন্ত ভলা তো সব ভলা’ বলার মধ্যেও একটা অদ্ভুত আশাব্যঞ্জক মনোভাব আছে। ভাবটা এমন যেন, ভাল ভাবে কোনও কিছু শেষ না হলে, সেই ‘শেষ’ নিয়েই একটা প্রশ্ন থেকে যায়। জ়োয়া আখতার ও রীমা কাগতির ওয়েব সিরিজ় ‘মেড ইন হেভেন’ নিয়েও এত দিন দর্শকের মনোভাব কিছুটা তেমনই ছিল। ২০১৯-এর মুক্তি পেয়েছিল ‘মেড ইন হেভেন’-এর প্রথম সিজ়ন। বিয়ের মতো এক হই-হুল্লোড়ে ভরা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বৈষম্যে ভরা দিল্লির সামাজিক চিত্র তুলে ধরেছিলেন জ়োয়া ও রীমা। উচ্চবিত্ত পরিবারে পণপ্রথার পরম্পরা, যৌন হেনস্থার ঘটনা থেকে শুরু করে বিয়ের আচার-অনুষ্ঠানের কুসংস্কারের অস্তিত্বের মতো বিষয়কে সহজবোধ্য কিছু গল্পের মোড়কে পরিবেশন করেছিল ‘মেড ইন হেভেন’-এর প্রথম সিজ়ন।
- ট্যাগ:
- বিনোদন
- দ্বিতীয় সিজন
- ওয়েব সিরিজ
- মোনা সিং