অভিষেক মাতিয়ে রিয়ালকে জয় পাইয়ে দিলেন বেলিংহাম
সমকাল
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১০:৩১
এ যেন স্বপ্নের অভিষেক! রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবার মাঠে নেমেই অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ইংলিশ ফুটবলার বেলিংহ্যাম। তাতে জয় দিয়ে নতুন মৌসুম শুরু হলো লা লিগার সফলতম দল রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রদ্রিগো-বেলিংহামের গোলে ২-০তে জিতে মৌসুম শুরু করে কার্লো আনচেলত্তির দল।
বিলবাওয়ের মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। ফলে গোলের জন্য অপেক্ষাও দীর্ঘ হয়নি। রদ্রিগোর গোলে ম্যাচের ২৮ মিনিটেই লিড পায় রিয়াল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনি গোলবঞ্চিত হলেও কর্নার পায় রিয়াল।