You have reached your daily news limit

Please log in to continue


বলিউডে ব্যর্থ কাজলের বোন, কারণটা নিজেই জানালেন

হিন্দি সিনেমায় অভিষেকের দুই দশক পূর্ণ হয়েছে। দু-একটি সিনেমা সম্ভাবনা দেখিয়েছিলেন বটে, কিন্তু মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তানিশা মুখার্জি। কিন্তু কেন? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তানিশা।

বলিউডে তারকার পুত্র-কন্যারা অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, কেউ কেউ আবার কয়েকটি সিনেমা করে হারিয়েও গেছেন। পরিচালক শমু মুখার্জি-অভিনেত্রী তনুজার কন্যা, কাজলের ছোট বোন তানিশা শুরুটা করেছিলেন ২০০৩ সালে। প্রথম ছবি ছিল  ‘শসসস...’, যদিও সেভাবে আলোচিত হয়নি সিনেমাটি।

এরপর তানিশা করেন রামগোপাল ভার্মার ‘সরকার’, রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম সিজনে অংশ নিয়ে নজর কাড়েন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি।

হিন্দি ছাড়াও দক্ষিণি সিনেমা করেন তানিশা। বিনয় রাজের সঙ্গে তামিল সিনেমা ‘উন্নালে উন্নালে’ ব্যবসায়িক সাফল্য পায়। ২০০৫ সালে একক নায়িকা হিসেবে করেন হিন্দি সিনেমা ‘নিল অ্যান্ড নিক্কি’। ছবিতে তাঁর আবেদনময়ী উপস্থিতি নজর কাড়ে। এরপর আরও সিনেমা করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন