টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার সেমিতে অস্ট্রেলিয়া
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ১৮:১৮
২০২৩ নারী বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সকে রোমাঞ্চকর টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া।
ব্রিসবেন স্টেডিয়ামে আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে ১২০ মিনিটের খেলা ০-০ গোলে শেষ হয়।
এরপর টাইব্রেকারে দুই দল শট নেয় ২০ বার। যেখানে ৭-৬ গোলে জিতে শেষ চার নিশ্চিত করে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে জয়সূচক স্পট-কিক নেন কোর্টনি ভাইন। এর আগে ফ্রান্সের ভিকি বেচোর শট পোস্টে লাগে। শুট-আউটে মোট ৪টি শট ঠেকান অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড। এর মধ্যে কেঞ্জা ডালির দুটি শট ব্যর্থ করে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার। প্রথমবার লাইন থেকে বেরিয়ে যাওয়ার কারণে রিটেক নেওয়া হয়।
- ট্যাগ:
- খেলা
- ফিফা নারী বিশ্বকাপ