You have reached your daily news limit

Please log in to continue


এবার আরশের বিরুদ্ধে চমকের নতুন অভিযোগ

বেশ কয়েকদিন ধরেই শুটিং সেটের একটি ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক ও আরশ খান। রীতিমতো পাল্টাপাল্টি অভিযোগে দ্বন্দ্বে জড়িয়েছেন তারা। এবার আরশের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন এই অভিনেত্রী।

শুক্রবার (১১ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নতুন এই অভিযোগের কথা জানানা চমক।

অভিনেত্রী বলেন, আরশ আমার খুব ভালো বন্ধু ছিল এবং তার সঙ্গে বেশ কিছু কাজও করেছি। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে বেশি কিছু দাবি করে বসে। এরমধ্যে আমি ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। জানার পর বন্ধুত্বের বেশি যে সম্পর্ক ও গড়তে চেয়েছিল তাতে আমি রাজি হইনি।

এরপর আমি তাকে জানাই যদি সে এভাবে আমাকে হ্যারেজ করতে থাকে তাহলে আমি তার সঙ্গে আর কাজ করব না। এরপর আরশ আমাকে জানায়, সে আমার সঙ্গে প্রোফেশনালি কাজ করবে, এ ধরনের কথা আর বলবে না।

তিনি আরও বলেন, আরশের সঙ্গে এরপর বেশ কিছু কাজের অফার আসে আমার কাছে। কিন্তু আমি কাজগুলো করতে রাজি হইনি। এতে আমার প্রতি তার ক্ষোভ তৈরি হয়।

আরশের বিরুদ্ধে চমক অভিযোগ করেন, আরশের সঙ্গে সম্পর্কে না জড়ানোর ক্ষোভে তাকে শুটিং সেটে অনাকাঙ্ক্ষিতভাবে টাচ করা হতো। ফোন করে বিরক্ত করা হতো। এ ঘটনার সঙ্গে নাটকের নির্মাতা আদিফ হাসানও জড়িত রয়েছেন বলে দাবি করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন