গত জুনের মাঝামাঝিতে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে আঙ্কারা গিয়েছিলেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানোর পর তাঁর ওই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন যুগের’ সূচনা বলে অভিহিত করেছিলেন এরদোয়ান।
২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাসংক্রান্ত তথ্য তুরস্কের সরকারি সূত্র থেকে ফাঁস হয়ে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। মোহাম্মাদ বিন সালমানের তুরস্ক সফরকে সেই উত্তেজনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি বলে ধরে নেওয়া যেতে পারে।