
যুক্তরাষ্ট্রে রেকর্ড আত্মহত্যা
আত্মহত্যার ঘটনা বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত বছর এ ক্ষেত্রে রেকর্ড গড়েছে দেশটি। ২০২২ সালে দেশটিতে আত্মহত্যা করেছে ৪৯ হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৭৯ শতাংশ পুরুষ। সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রকাশিত তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আত্মহত্যা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। খবর আলজাজিরার।
১৯৪১ সালে দেশটিতে আত্মহত্যার হার সর্বোচ্চ ছিল। এর পর ২০০০ সালের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত এর হার উদ্বেগজনকভাবে বেড়েছে।
২০১৮ সালে দেশটিতে ৪৮ হাজার ৩০০ জন আত্মহত্যা করেন। অর্থাৎ প্রতি ১ লাখ আমেরিকানের মধ্যে ১৪ দশমিক ২ শতাংশ মানুষ তাদের নিজের প্রাণ নিজে কেড়ে নিচ্ছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রেকর্ড
- আত্মহত্যা