যাত্রীবেশে কিশোর চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই
নোয়াখালীর সদর উপজেলায় যাত্রীবেশে রিকশায় উঠে চালককে হত্যা করে রিকশা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাদির হানিফ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম মো. রিয়াজ (১৪)।
সে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর বড় মসজিদের মোড় থেকে কাদির হানিফ ইউনিয়নের কিল্লারহাট সড়কে নিয়মিত অটোরিকশা চালাত রিয়াজ। বৃহস্পতিবার রাত ১০টায় যাত্রীবেশে দুই ছিনতাইকারী রিয়াজের অটোরিকশায় উঠে। এরপর তাকে চলন্ত রিকশায় পেছন থেকে ঘাড়ে কোপ দিয়ে হত্যা করে। পরে মরদেহ রাস্তার পাশে ডোবায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়।