চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার পর এবার ভাঙা সড়কে দুর্ভোগ
জলাবদ্ধতার কষ্টের পর এবার ভাঙা সড়কের যন্ত্রণার মুখোমুখি বন্দরনগর চট্টগ্রামের মানুষ। টানা চার দিনের জলাবদ্ধতায় নগরের মূল সড়কের পাশাপাশি শাখা সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বর্ষণে এসব রাস্তাঘাটের কোথাও পিচ উঠে গেছে, কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের এই দশায় কষ্ট নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। গাড়ি চলাচলেও ঝুঁকিও তৈরি হয়েছে।
বর্ষা মৌসুমে নগরের সড়ক নষ্ট হওয়ার এই প্রবণতা এবার নতুন নয়। প্রতি বছরই ভারী বর্ষণ ও জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় দেশের দ্বিতীয় বৃহত্তম নগরের রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে। কোনো বছর বেশি, কোনো বছর কম। এই বছর এখন পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তাঘাট ভেঙে যাওয়ার তালিকা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
৩ আগস্ট রাতে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। এই বৃষ্টি ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা শুরু হয়। এই জলাবদ্ধতা ছিল গত সোমবার পর্যন্ত। এবারের জলাবদ্ধতায় নগরের ৪০ শতাংশ এলাকা ডুবে যায়। অধিকাংশ এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত পানি জমে ছিল। কিছু কিছু এলাকা টানা চার দিন ধরে পানিতে তলিয়ে থাকে।