You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু পরীক্ষায় ৫০ হাজার কিট দিলো রেড ক্রিসেন্ট

স্বাস্থ্য অধিদপ্তর, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালকে ৫০ হাজার এনএস-১ ডেঙ্গু টেস্টিং কিট দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কিট গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। কিট তুলে দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরকে ৩৫ হাজার, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে ১০ হাজার এবং রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের রোগীদের চিকিৎসার সুবিধার্তে আরও ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট হস্তান্তর করা হয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে সহজে ডেঙ্গু শনাক্ত করতে কিট প্রদানের উদ্যোগ নিয়েছি আমরা। চলমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আমরা স্বেচ্ছাসেবকদের প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কাজে নিয়োজিত করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন