কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃতদেহ

চ্যানেল আই লিবিয়া প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ১৪:০০

তিউনিসিয়ার সীমান্তের কাছে দেশটির পশ্চিম মরুভূমিতে অন্তত ২৭ অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে লিবিয়ার সরকার।


অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্তের কাছ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই এলাকায় একটি ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে।


লিবিয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি জানায়, তারা বিশ্বাস করে যে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কার করেছে এবং জল বা খাবার ছাড়াই মরুভূমিতে ফেলে দিয়েছে।


কমিটির প্রধান আহমেদ হামজা বলেন, মঙ্গলবার লিবিয়ার সীমান্তরক্ষীরা মৃতদেহগুলো আবিষ্কার করে। তিনি বলেন, জুলাই মাসে অভিবাসী বহিষ্কার শুরু হওয়ার পর থেকে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত থেকে অন্তত ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে। যদিও লিবিয়ার সীমান্ত বাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার তিউনিসিয়ার সীমান্তের কাছে কোনও মৃতদেহ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও