You have reached your daily news limit

Please log in to continue


৫ টোটকা: কম বাজেটেই অন্দরসজ্জা হবে ইনস্টাগ্রামের ছবির মতো

বিয়েবাড়ি হোক কিংবা অফিসপার্টি, সাজগোজ করলেই সেই ছবি ইনস্টাগ্রামে দিতে হবে। অভিনেত্রীদের ইনস্টাগ্রাম খুললেই দেখা যায়, বাড়িতেই ফোটোশুট করেন তাঁরা। সকলের বাড়িই যেন সুন্দর আর ঝকঝকে। বাড়ির অন্দরসজ্জা ভাল হলে ছবিও ভাল আসবে। তাই ঘরের ভোলবদলের কথা ভাবছেন? প্রচুর টাকা খরচ করে, বাড়ি রং করিয়ে, ওয়ালআর্ট করিয়ে না সাজালেও চলবে, একটু বুদ্ধি খরচ করলেই হবে সমাধান। জেনে নিন কিছু টোটকা।

কুশন-পর্দা-চাদরে রঙের ভেলকি
অনেক সময় অন্দরসজ্জায় সামান্য বদল করলেও ঘরের ভোল বদলে যায়। পর্দা, কুশন কভার, চাদর কিনতে সামান্য খরচ করুন। দু’টি রঙিন পর্দার মাঝে একটা স্বচ্ছ পর্দা, বা মাটিতে একটা রঙিন কার্পেট পাতলেই ঘর অন্য রকম দেখাবে।


আলো-আঁধারির খেলা
দেওয়াল জুড়ে অনেকগুলি ছবি ছিল, সেই জায়গায় একটি বড় আয়না লাগিয়ে ফেলতে পারেন। আয়নার ধার বরাবর টেপ লাইট লাগিয়ে দিন, ঘর দেখতে বড় লাগবে। সঙ্গে শোভাও বাড়বে। ডিজ়াইনার ল্যাম্পশেড দিয়ে ঘর সাজাতে পারেন। ওয়াইনের বোতলে টুনি লাইট ভরে, কিংবা খাটের চারপাশে আলো দিয়ে সাজিয়ে ফেলতেই পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন