আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোগল: আশা ভোসলে

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ০৭:০২

আগামী ৮ সেপ্টেম্বর ৯০-এ পা দিতে চলেছেন আশা ভোসলে। জন্মদিন উপলক্ষে দুবাইয়ে এক লাইভ কনসার্টে অংশ নেবেন এই কিংবদন্তি গায়িকা। কনসার্ট সামনে রেখে গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে মতবিনিময়ের আয়োজন করা হয়েছিল। এতে কনসার্টসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।


শুরুতেই দুবাইয়ে অনুষ্ঠেয় আশা@নাইনটি লাইভ ইন কনসার্ট নিয়ে আশা ভোসলে বলেন, ‘শুধু কনসার্ট স্টাইলে এই শো হবে না, হবে ব্রডওয়ে স্টাইলে। আমার জীবনের কিছু বিশেষ ঘটনা এই শোয়ে তুলে ধরা হবে। তাই এই অনুষ্ঠানে বিশেষ কিছু হবে। এই বয়সেও সংগীতের সেবা করছি, এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আমি আগামী দিনেও একইভাবে সংগীতের সেবা করতে চাই। জীবন যেন আমাকে সেই সুযোগ দেয়।’


আশা জানান, দুবাইয়ের এই সংগীত আসরে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী তাঁর বোন লতা মঙ্গেশকরের কথাও তুলে ধরা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনে আমার মা–বাবা ও ভাই-বোনদের অনেক বড় অবদান। আমরা ভাইবোনেরা হাতের পাঁচ আঙুল। আমার জীবনের প্রতিটি পর্যায়ের সঙ্গে তারা জড়িয়ে আছে। লতা তাইয়ের (বড় বোন) সঙ্গে ছোটবেলা থেকে গান গাইছি।’ দীর্ঘশ্বাস ফেলে ভারাক্রান্ত গলায় আশা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোগল। আমার সামনে সবাই এক এক করে চলে গেছেন। আমি একা রয়ে গেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও