কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুল ও ত্বকের

দেশ রূপান্তর প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৬:৩৬

যত্নে চুন পান খেতে চুনের প্রয়োজন হয়। আবার গৃহস্থালির অনেক কাজেও চুনের ব্যবহার হয়ে থাকে। চুন দিয়েও নানাভাবে রূপচর্চা করা যায়। যেটা অনেকেই জানেন না। চুনের মূল উপাদান ক্যালশিয়াম কার্বোনেট এবং বিভিন্ন খনিজ, যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ত্বকের নানা সমস্যা দূর করতে দারুণ কাজ করে এই উপাদানটি। রূপচর্চায় চুন ব্যবহারে পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। চুনের মাত্রা একটু বেশি হয়ে গেলেই কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগে চুন। ত্বকের মরা চামড়া অপসারণ করে ত্বক মসৃণ ও নরম রাখে চুন। এই চুন দিয়ে ঘরোয়া স্ক্রাব তৈরি করে ব্যবহার করতেই পারেন। ত্বক উজ্জ্বল করে চুনে উচ্চ ক্যালশিয়াম থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কালচে দাগছোপ, হাইপারপিগমেন্টেশন কমাতে খুবই উপকারী চুন। তৈলাক্ত ত্বকে ব্রণের উৎপাত এবং অতিরিক্ত সিবাম নিঃসরণ হয়। সারা দিন ত্বক তেলতেলে হয়ে থাকে। মুখ ধোয়ার এক ঘণ্টার মধ্যেই ফের তেলতেলে হয়ে যায়। বিশেষ করে মুখের টি-জোন সবচেয়ে বেশি তৈলাক্ত হয়। ত্বকের অতিরিক্ত তেল শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে চুনের। ব্রণ ও সানট্যান কমায় চুনে প্রদাহ-বিরোধী (anti-inflammatory) গুণ রয়েছে।


যার ফলে ব্রণ, ফুসকুড়ি, সানবার্নের মতো ত্বকের সমস্যায় অত্যন্ত উপকারী । মাথার ত্বকে জমে থাকা ধুলা-ময়লা, অতিরিক্ত তেল অপসারণে ম্যাজিকের মতো কাজ করে চুন। তাই হেয়ার মাস্ক বা হেয়ার ক্লিনজারের সঙ্গে চুন মিশিয়ে চুলে ব্যবহার করতেই পারেন। প্রাকৃতিক ডিওডোরেন্ট আর্দ্রতা এবং দুর্গন্ধ শোষণ করার ক্ষমতা রয়েছে চুনে। এটি আন্ডারআর্মসকে শুষ্ক এবং গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। যাদের অতিরিক্ত ঘাম হয়, তারা প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে ব্যবহার করতেই পারেন চুন। পা পরিষ্কার করতে হালকা গরম পানিতে পা ডুবিয়ে রাখেন। পা ধোয়ার এই পানিতে চুনের গুঁড়া মিশিয়ে দিলে তা পায়ের ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এ ছাড়া ফুট স্ক্রাবেও চুন মিশিয়ে ব্যবহার করা যায়। চুন মৃত কোষ সরিয়ে পায়ের ত্বক মসৃণ করে তোলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও