কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কম বৃষ্টির বর্ষায় কৃষকের আশীর্বাদ সোলার পাম্প

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৫:২৩

বর্ষা মৌসুমের শেষের দিকে বৃষ্টির দেখা মিললেও পানির অভাবে আমন চাষ সঠিক সময়ে শুরু করতে পারেননি অনেক কৃষক। অনেক জেলায় সময় মতো আমন রোপণ ব্যাহত হয়েছে।


গত জুলাইয়ে বৃষ্টি কম হওয়ায় অনেক অঞ্চলের কৃষক সেচ দিয়ে আমন চাষ করছেন। বিশেষ করে উত্তরবঙ্গের সবগুলো জেলায় কৃষকদের সেচের পানি দিয়ে আমন চাষ শুরু করতে হয়েছে। বিদ্যুৎ ও তেল দিয়ে সেচের তুলনায় যারা সৌরবিদ্যুৎ দিয়ে সেচ দিচ্ছেন তাদের খরচ কম হচ্ছে।


টেকসই ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুসারে, দেশে নবায়নযোগ্য শক্তির ৮০ দশমিক ৪ শতাংশ বা প্রায় ৯৬০ মেগাওয়াট সৌরবিদ্যুতের মাধ্যমে পাওয়া যায়। সারাদেশে প্রায় ২ হাজার ৮৭৭টি সোলার পাম্প বসানো হয়েছে। এ থেকে ৫২ দশমিক ২৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১ হাজার ৫২৩টি সোলার সেচ পাম্প স্থাপন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এ থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এছাড়াও, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৭৯২টি সোলার সেচ পাম্প স্থাপন করেছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধায় এবার ১ লাখ ২৭ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু, সময় মতো বৃষ্টি না হওয়ায় গত ২ আগস্ট পর্যন্ত চাষ হয়েছে ৩১ হাজার ৭৮০ হেক্টর জমি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও