কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুম বৈঠকের নির্দিষ্ট অংশ ধারণ ও সম্পাদনা করে পাঠানো যাবে

প্রথম আলো প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১০:৩৩

অনলাইন ক্লাস বা সভার জন্য জুম সফটওয়্যার অনেকেই নিয়মিত ব্যবহার করেন। বর্তমানে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ধারণ করা বৈঠকের সারসংক্ষেপ জানার সুযোগ দিয়ে থাকে জুম। এবার বৈঠকের নির্দিষ্ট অংশ ধারণ ও সম্পাদনা করে পরিচিত ব্যক্তিদের পাঠানোর সুযোগ দিতে ‘জুম ক্লিপস’ নামের নতুন সুবিধা চালু করছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যারটি। প্রাথমিকভাবে বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন।


জুম ক্লিপসের মাধ্যমে অংশ না নিয়েও বৈঠকে নির্দিষ্ট অংশ ধারণ করা যাবে। পাশাপাশি ভিডিওতে অপ্রাসঙ্গিক কোনো তথ্য বা ছবি থাকলে সেগুলোও সম্পাদনার সুযোগ মিলবে। ফলে ভিডিওগুলোর আকার বেশ ছোট হওয়ায় সহজে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠানো যাবে।


শুধু তা–ই নয়, ভিডিওগুলোর বিষয়ে অন্য ব্যক্তিদের মতামত জানার পাশাপাশি কোন কোন ব্যক্তি ভিডিওগুলো দেখেছেন, তা–ও জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও