সামরিক ড্রোনে চীনা যন্ত্রাংশের ব্যবহার নিষিদ্ধ করলো ভারত
ভারতীয় উৎপাদনকারীদের সামরিক ড্রোনে চীনা যন্ত্রাংশের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত। গত কয়েক মাস ধরে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারতের প্রতিরক্ষা ও শিল্প সংশ্লিষ্ট চার কর্মকর্তার বক্তব্য এবং নথি পর্যালোচনায় এই নিষেধাজ্ঞার কথা জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের উত্তেজনার মধ্যে এই পদক্ষেপের খবর সামনে আসলো। ভারত নিজের সেনাবাহিনীকে আধুনিক করতে উদ্যোগী হয়েছে। এক্ষেত্রে ড্রোনের বিস্তৃত ব্যবহার বাড়াতে চাইছে দেশটি। ভারতীয় প্রতিরক্ষা ও শিল্প ব্যক্তিত্বরা বলছেন, ভারতের নিরাপত্তা কর্মকর্তারা উদ্বিগ্ন চীনা যন্ত্রাংশ ড্রোনের যোগাযোগ, ক্যামেরা, রেডিও ট্রান্সমিশন ও অপারেটিং সফটওয়্যারে ব্যবহার করলে গোয়েন্দা তথ্য সংগ্রহ ঝুঁকিতে পড়বে।