আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার
আইফোনের জনপ্রিয়তার অনেকগুলো কারণের মধ্যে এর উঁচু মানের ক্যামেরা অন্যতম। তবে ছবি তোলা বা ভিডিও করা ছাড়াও আইফোনের ক্যামেরা দিয়ে ভিন্নধর্মী কিছু কাজ করা যায়, যার মধ্যে রয়েছে অনুবাদ, ডকুমেন্ট স্ক্যানিং কিংবা অপরিচিত কোনো বস্তু শনাক্ত করতে পারা।
আজকের লেখায় আইফোনের ক্যামেরার কিছু ভিন্নধর্মী উপযোগিতা নিয়ে আলোচনা হবে।
১. ম্যাক বা ম্যাকবুকের ওয়েবক্যাম হিসেবে
স্বাভাবিকভাবেই ম্যাকের ক্যামেরার তুলনায় আইফোনের ক্যামেরার গুণগত মান অনেক বেশি। বর্তমান যুগে ভিডিও কল, ভিডিও মিটিংয়ের জন্য ওয়েবক্যাম আমাদের জীবনে প্রাত্যহিক অনুষঙ্গ হয়ে উঠেছে। আইওএস ১৬ এবং ম্যাকওএস ভেনচুরায় 'কন্টিনিউটি ক্যামেরা' নামের একটি ফিচার চালু করে অ্যাপল। এই ফিচারের সাহায্যে আপনার আইফোনকে ম্যাকের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়। ফেসটাইম, জুমের মতো বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপে এই ফিচার কাজ করে।