ই-ক্যাব সদস্যরা পাবেন এনএফসি স্মার্ট কার্ড

প্রথম আলো প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১৪:০৩

সদস্যদের এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির স্মার্ট কার্ড দেবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ জন্য সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে দেশের ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠনটি। ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিপণন পরিচালক চন্দনা সমর সিংহ চুক্তিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-ক্যাব।


ই-ক্যাবের তথ্যমতে, এনএফসি চিপযুক্ত স্মার্ট কার্ডটিতে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা থাকবে। ফলে কার্ডটি স্ক্যান করলেই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। ভিজিটিং কার্ডের মতো দেখতে কার্ডটি দিয়ে বিশেষ ছাড়ে পণ্যও কেনা যাবে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সহায়তায় ই-ক্যাবের সদস্যদের বিনা মূল্যে স্মার্ট কার্ড দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও