কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিষ্ঠানে উ. কোরিয়ার সাইবার হামলা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ১৩:২০

বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার জন্য কুখ্যাতি রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকারদের। বিশেষ করে ‘শত্রু’ দেশগুলোতে সাইবার হামলা চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।


তবে বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা, গত বছর তাদের মিত্র দেশ রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে— গোপনে সেটির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছিল। রয়টার্স আরও জানিয়েছে, রুশ ওই প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কের ওপর কমপক্ষে পাঁচ মাস নজরদারি চালান কোরিয়ান হ্যাকাররা।


বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন হ্যাকিং গ্রুপ— রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও রকেট ডিজাইন প্রতিষ্ঠান এনপিও মাসিওনোসত্রোয়োনিয়ার নেটওয়ার্কে গোপনে স্টিলথি ডিজিটাল ব্যাকডোর ইনস্টল করেছিল। প্রতিষ্ঠানটি রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠের রিয়োতুভ শহরে অবস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও