যে কারণে উৎপাদনে যেতে পারছে না এপিআই পার্কের ওষুধ কারখানাগুলো
রাজধানীর পাশে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা স্থাপন করা প্রতিষ্ঠানগুলো আমলাতান্ত্রিক জটিলতা ও গ্যাস সংযোগের অভাবে উৎপাদন শুরু করতে পারছে না।
ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ২০২৩ প্রণয়নের ফলে এপিআই শিল্পের বিনিয়োগকারীদের এখন বাণিজ্যিক উত্পাদন শুরুর আগে বেশ কয়েকটি সরকারি সংস্থা থেকে সার্টিফিকেট নিতে হবে।
এর আগে এপিআই উৎপাদনকারীদের শুধু ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) কাছ থেকে লাইসেন্স নিতে হতো।
এখন ইউনিট চালুর আগে প্রতিষ্ঠানগুলোকে মাদকদ্রব্য অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হচ্ছে। এটি সময়সাপেক্ষ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
২০২৬ সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার পর পেটেন্ট আইনের চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের ওষুধশিল্প।