বন্ধ হয়ে যাচ্ছে স্পাইওয়্যার মেকার লেটমিস্পাই
বন্ধ হয়ে যাচ্ছে পোল্যান্ডের স্পাইওয়্যার তৈরিকারী প্লাটফর্ম লেটমিস্পাই। জুনে প্লাটফর্মটি সাইবার হামলার শিকার হয়। হামলার মাধ্যমে প্লাটফর্মটির সব সার্ভার মুছে দেয়া হয়। এর মধ্যে কয়েক হাজার ভুক্তভোগীর সেলফোন থেকে সংরক্ষণ করা তথ্যও রয়েছে। খবর টেকক্রাঞ্চ।
ওয়েবসাইটে ইংরেজি ও পোলিশ ভাষায় নোটিস প্রকাশ করা হয়েছে। সেখানে পরিপূর্ণভাবে লেটমিস্পাই-এর কার্যক্রম বন্ধ করে দেয়ার বিষয়টি জানানো হয়েছে। আগস্টের শেষ নাগাদ এটি বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। নোটিসে বলা হয়, লেটমিস্পাই বর্তমানে ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট খোলা ও প্রবেশে বাধা দিচ্ছে।
লেটমিস্পাইয়ের আগের এক লগইন পেজের নোটিসে পূর্বে প্রকাশিত প্রতিবেদনের বরাতে বলা হয়েছিল, হ্যাকাররা আক্রমণের মাধ্যমে সার্ভারে থাকা সব তথ্য মুছে দিয়েছে। নোটিসে বলা হয়, হ্যাকাররা লেটমিস্পাইয়ের ওয়েবসাইট ও ডাটাবেজে অনুপ্রবেশ করেছে। এরপর সব তথ্য ডাউনলোড করেছে এবং একই সময়ে সার্ভার থেকে মুছে দিয়েছে। টেকক্রাঞ্চ নেটওয়ার্ক ট্রাফিক পর্যালোচনার মাধ্যমে দেখতে পায় যে লেটমিস্পাই অ্যাপটি এখন আর কাজ করছে না। এছাড়া ওয়েবসাইটে অ্যাপ ডাউনলোডের কোনো অপশনও দিচ্ছে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্পাইওয়্যার
- বন্ধ হয়ে যাচ্ছে