You have reached your daily news limit

Please log in to continue


মুশফিকের হাত ধরে মঞ্চে উঠলো বিশ্বকাপ ট্রফি

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকা অবস্থান করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। গতকাল পদ্মাসেতু ঘুরে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফিটি আনা হয়েছে। সকালের আনুষ্ঠানিক আয়োজনে স্টেডিয়ামের মঞ্চে সোনালী ট্রফিটি উঠেছে মুশফিকুর রহিমের হাত ধরে।   

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সকালে ড্রেসিংরুম থেকে বিশ্বকাপের সোনালী ট্রফিটি নিয়ে হাঁটতে হাঁটতে বের হন তিনি। উদ্দেশ্য প্রেসবক্স প্রান্তে থাকা মঞ্চ। সেখানে ক্রিকেটারদের জটলা আগেই তৈরি হয়ে গেছে। হবেই না কেন। বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখার ইচ্ছা কেউ দমিয়ে রাখতে পারে?

ট্রফি নিয়ে মঞ্চের সামনে আসেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি হয়তো ভাবছিলেন যতটা সময় ট্রফিটা নিজের কাছে রাখা যায়। মুশফিক মঞ্চের কাছে আসতেই পুরো দলও মঞ্চে উঠে গেলো। ক্রিকেটারদের সারিবদ্ধভাবে দাঁড় করান ম্যানেজার নাফিস ইকবাল। মঞ্চের মধ্যে গ্রুপ ছবিতে কেবল মুশফিক হাতে ট্রফি রাখেন। এরপর সবাই একসঙ্গে তুললেন ছবি। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরাও। তাদের সঙ্গে থাকলেন কোচিং স্টাফের প্রায় সব সদস্য। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন