তথ্য ফাঁস: পদক্ষেপ নিচ্ছে ইসি, আইটি অডিট ও পরিদর্শন শুরু
প্রায় ১২ কোটি নাগরিকের তথ্যভাণ্ডার থেকে যে ১৭১টি প্রতিষ্ঠান সেবা নিচ্ছে, তাদের পর্যায়ক্রমে কারিগরি নিরীক্ষা ও পরিদর্শনের আওতায় আনতে যাচ্ছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
ইতোমধ্যে প্রাথমিকভাবে ইসির এনআইডি উইংয়ের নিজস্ব কারিগরি টিম তিনটি পার্টনার সার্ভিস অর্গানাইজেশনের বিষয়ে ‘আইটি অডিট’ চালাচ্ছে।
ইসির তথ্য ভাণ্ডার সুরক্ষিত থাকলেও সেবাগ্রহীতা প্রতিষ্ঠানের কোনোটিই যেন তথ্য ফাঁস হওয়ার মতো অনিরাপদ না থাকে, তা নিশ্চিতেই এ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়।
লাখো নাগরিকের তথ্য ফাঁসের খবর প্রকাশিত হওয়ার এক মাস হতে চলেছে। ভোটার তালিকাভুক্ত নাগরিকদের তথ্য ভাণ্ডার নিয়ে ইসির এনআইডি উই্ং ৯ জুলাই কার্যক্রম শুরু করে।