You have reached your daily news limit

Please log in to continue


অধিনায়ক কে হবেন, ঠিক হবে বিসিবির জরুরি সভায়

তামিম ইকবাল নেতৃত্ব ছেড়েছেন দিন পাঁচেক হলো। গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

তার স্থলাভিষিক্ত হবেন কে, সেটি বেছে নেওয়া হবে আজ (মঙ্গলবার)।  

এদিন মিরপুরে আসবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বিসিবি কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠকরা করবেন ফটোসেশন। ১২টা অবধি চলবে এ আয়োজন। এরপর দুপুর দুইটা থেকে শুরু হবে বিসিবির জরুরি সভা। এখানেই নির্ধারিত হবে পরবর্তী অধিনায়ক।  

সাকিব আল হাসানই দৌড়ে সবচেয়ে এগিয়ে। ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনিই প্রথম পছন্দ বিসিবির। তবে দায়িত্ব দেওয়ার আগে তার সঙ্গে আলোচনার কথা রয়েছে বিসিবি সভাপতির। মূলত সাকিব কতদিন খেলবেন বা তার পরিকল্পনা কী এ নিয়েই জানতে চাওয়া হবে।  

বিসিবি চাইছে, লম্বা সময়ের জন্য ওয়ানডে অধিনায়কত্ব কারো হাতে তুলে দিতে। অন্তত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি নেতৃত্বে থাকতে পারেন সাকিবই। এতদিন ধরে সহ-অধিনায়ক থাকা লিটন দাস আপাতত রঙ্গিন পোশাকে নেতৃত্বের দৌড়ে কিছুটা পিছিয়ে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন