You have reached your daily news limit

Please log in to continue


এআই’র সাহায্যে বয়স্কদের ফ্যাশন র‍্যাম্পে নিয়ে এলেন নাইজেরিয়ান শিল্পী!

ফ্যাশন শো'তে বয়স্ক বা বৃদ্ধ ব্যক্তিদের মডেল হিসেবে উপস্থাপন খুবই বিরল ঘটনা। তার ওপর আবার ব্ল্যাক আফ্রিকান বয়স্ক মডেল নিয়ে আয়োজিত ফ্যাশন শো খুঁজে পাওয়া আরও দুষ্কর। হয়তো সে কারণেই অনেকটা 'অসম্ভবকে' সম্ভব করে দেখিয়ে বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন নাইজেরিয়ান ভিজুয়াল আর্টিস্ট মালিক আফেগবুয়া।  গত মাসে তিনি বয়স্কদের স্টাইলিশ, রঙবেরঙের পোশাকে সজ্জিত হয়ে ফ্যাশন রানওয়ে বা র‍্যাম্পে হাঁটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই এই শিল্পীকে নিয়ে হইচই পড়ে যায়।

'দ্য এল্ডারস সিরিজ' শিরোনামের ছবিগুলো বয়স্কদের নিয়ে সমাজের গতানুগতিক ধারণা এবং একইসঙ্গে 'আফ্রিকান চেহারা ও শরীর'- যেটিকে কিনা ফ্যাশনের দুনিয়ায় একেবারে তলানিতে রাখা হয়েছে, সেই ধারণাকে চ্যালেঞ্জ করে।

৩৮ বছর বয়সী আফেগবুয়া বলেন, "এই সিরিজের পেছনে আমার অনুপ্রেরণা ছিল আমার মা। তিনি স্ট্রোক করেছিলেন; আমি আমার মায়ের খুব ঘনিষ্ঠ। আমার নিজেকে প্রকাশের জন্য একটা মাধ্যম দরকার ছিল, যেন আমার মা লাইফ-সাপোর্টে আছেন এমনটা সবসময় ভাবতে না হয়। আমি তাকে একটা সুন্দর পরিবেশে ভাবতে চেয়েছি।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন