জ্যোতির আক্ষেপ ঘুচবে ৮ আগস্ট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০০:০৮

জ্যোতির অভিনয় ক্যারিয়ারের বড় একটা আক্ষেপ ছিলো বঙ্গবন্ধুকে নিয়ে বলিউডের শ্যাম বেনেগাল নির্মিত বায়োপিক ‘মুজিব’ থেকে ছিটকে পড়া। এই ছবিতে তার অভিনয় করার কথা ছিলো বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে। লুক টেস্টে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্যায়ে তিনি বাদ পড়েন অজ্ঞাত কারণে। এ নিয়ে প্রকাশ্যে আক্ষেপ জানান অভিনেত্রী।


তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চললো। এরমধ্যে তিনি একই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন ‘বঙ্গমাতা’ নামের সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে। খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা- ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে নাসরীন মুস্তাফার চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।


ছবিটি দেশজুড়ে মুক্তি পাচ্ছে ৮ আগস্ট। যে দিনটিতে জন্ম নিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার অবদান দেশব্যাপী তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই চলচ্চিত্রটি নির্মাণ করেছে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও