You have reached your daily news limit

Please log in to continue


সৌদি আরবের আর্থিক সমৃদ্ধিতে গেমিং খাত

বৈশ্বিক গেমিং হাব হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে বড় ধরনের কিছু উল্লেখযোগ্য পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি আরব। বিগত বছরে গেমিং শিল্পে ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। তেল উৎপাদনকেন্দ্রিক অর্থনীতির বাইরে নতুন খাত সৃষ্টি করতে গেমিং শিল্প নিয়ে সৌদি আরবের এমন উদ্যোগ। মূলত এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির একটি অংশ। বিশ্বের দ্রুত ক্রমবর্ধমান শিল্পগুলোর মধ্যে এটিকে পুঁজি করাই প্রধান লক্ষ্য। যা করোনা মহামারীতে আরও বেশি ত্বরান্বিত হয়।

দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের কাছে গেমিং সেন্টার হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে রাজ্যটির বাজেট ৩ হাজার ৮ কোটি ডলার। যেখানে বিনিয়োগকৃত ৮০০ কোটি ডলার পুরো বাজেটের শুধু একটি অংশ মাত্র। বিপুল বিনিয়োগের পরিকল্পনাটি প্রাথমিকভাবে সরকারি বিনিয়োগ তহবিলের গেমিং শাখা, স্যাভি গেমস গ্রুপ এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহজ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন