কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউটিউবে ‘আসবে’ ভিডিও’র সারাংশ, চলছে এআইভিত্তিক পরীক্ষা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৯:৪৪

এআই’র মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব ভিডিও’র সারাংশ তৈরি করার নতুন এক পরীক্ষা চালাচ্ছে গুগল।


৩১ জুলাই গুগল সাপোর্ট পেইজের নোটিশে বলা হয়, কেবল হাতে গোনা কয়েকটি ইংরেজি ভাষার ভিডিওতে দেখা যাবে এইসব সারাংশ। আর অল্প সংখ্যক ব্যবহারকারীই দেখতে পাবেন এগুলো।


প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, এমন সারাংশের দেখা মিলবে ইউটিউব ওয়াচ ও এর সার্চ পেইজে। আর ভিডিও নির্মাতার দেওয়া বর্ণনায় বদল না এনেই বিভিন্ন কনটেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পাওয়া যাবে এগুলোর মাধ্যমে।


“আমরা ইউটিউবে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ তৈরি নিয়ে পরীক্ষা শুরু করেছি যাতে আপনি সহজেই ভিডিও সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পাওয়ার পাশাপাশি সিদ্ধান্ত নিতে পারেন এটি আপনার উপযোগী কি না।” --লেখা ছিল সাপোর্ট পেইজে।


অ্যান্ড্রয়েড পুলিস বলছে, এই পরীক্ষায় অংশ নিতে ব্যবহারকারীদের ‘YouTube.com/new’ সাইটে সাইনআপ করতে হবে। তবে, কিছু পরীক্ষার বেলায় ইউটিউব প্রিমিয়াম গ্রাহক সেবার সদস্য হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও