![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x867781%2Fuploads%2Fmedia%2F2023%2F08%2F06%2F-0bed77b2b5f5ad0b4db8ae91f2403917.png%3Fwatermark%3Dmedia%252F2023%252F07%252F11%252F1200x80-7609453501fff956e809cc3e939dd2b6.png)
ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে পারবেন সাধারণ দর্শকরাও
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৫:১৭
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের আগে নিয়ম অনুযায়ী বিশ্বভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। তার অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশেও আসছে। রবিবার মধ্যরাতে ট্রফিটি ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপ ট্রফিকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যা রবিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছে তিন দিন অবস্থান করবে। ট্রফি প্রদর্শনের জন্য তিনটি ভিন্ন ভিন্ন জায়গা নির্ধারণ করা হয়েছে। রাতে এই ট্রফি পৌঁছানোর পর সোমবার অফিসিয়াল ফটোশুট হবে পদ্মা বহুমুখী সেতুতে। বেলা তিনটায় ফটোসেশন শেষ করে সেখান থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাজধানীর একটি হোটেলে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে