You have reached your daily news limit

Please log in to continue


কালীপূজার কারণে পাল্টাচ্ছে পাকিস্তান ম্যাচের সূচি!

ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ হওয়ার পরও স্বস্তিতে নেই আয়োজক দেশ ভারত। ফলে আসরটির সূচিতে ফের পরিবর্তন আসতে যাচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আগামী ১২ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার কথা পাকিস্তান-ইংল্যান্ডের গ্রুপপর্বের ম্যাচ। একইদিনে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা। যে কারণে বিসিসিআইয়ের কাছে লীগ পর্বের ম্যাচটির সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কালীপূজার দিন বিশ্বকাপের ম্যাচ হলে এক সঙ্গে দু'টি বড় জমায়েতের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে হিমশিম খাবে। থাকবে নিরাপত্তাজনিত শঙ্কা। এক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ এক দিন এগিয়ে ১১ নভেম্বর আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন