কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবল বর্ষণ, টানা তৃতীয় দিন পানির নিচে চট্টগ্রাম

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৪:৫২

চব্বিশ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাতে টানা তৃতীয় দিনের মত ডুবেছে বন্দর নগরী চট্টগ্রাম। আগের দুদিন যেসব জায়গায় পানি ওঠেনি, রোববার সেসব এলাকাও ডুবেছে।


শনিবার মধ্যরাত থেকে নগরীতে মুষলধারে বৃষ্টি হয়। অতি ভারি এই বর্ষণ চলে রোববার দুপুর পর্যন্ত। বেলা ১২টার পর বৃষ্টি কিছুটা কমে আসে।


পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


“মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত। আগামী দুদিনও এরকম বৃষ্টি হতে পারে।”


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সময়ে ৮০-১০০ মিলিমিটার বৃষ্টিপাত স্বাভাবিক।


রোববার বেলা ১২টায় আবহাওয়ার বিশেষ বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবল উপস্থিতির কারণে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।


সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও