কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাশ্মীর: উন্নয়ন যেখানে মনজয়ের অস্ত্র

ইত্তেফাক মহসীন হাবিব প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১২:১৫

কোনো কোনো সিদ্ধান্ত, কখনো কখনো আপাতদৃষ্টিতে নেতিবাচক মনে হলেও পরবর্তী ফলাফলই প্রমাণ করে সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা। এ জন্য ধারণার উপর নির্ভর করতে  নেই। সিদ্ধান্তের ফলাফলই প্রমাণ। আজ থেকে ৪ বছর আগে, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকার সংবিধানে কাশ্মীরের স্পেশাল স্ট্যটাস ৩৭০ যখন বাতিল করেছিল, তা নিয়ে দেশটিকে  দেশে বিদেশে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু গত ৪ বছরে জম্মু ও কাশ্মীরের যে ইতবাচক পরিবর্তন হয়েছে তা বিস্ময়কর, অভাবনীয় এবং দেখার মতো। কোনো মত বা পথের দিকে নয়, পরিসংখ্যানের দিকে তাকালেই সেটা পরিস্কার হয়ে যাবে। উল্লেখ্য, একটি ধর্মনিরপেক্ষ দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশের জনগণ যাতে নির্দ্বিধায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে নিরাপদে এবং নিজেদের মত করে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সেই লক্ষ্যেই ১৯৪৯ সালে সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ প্রবর্তন করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। এই অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল নিজস্ব সংবিধান প্রণয়নের। এ ছাড়াও জম্মু কাশ্মীরকে আরো একটি সুবিধা দেওয়া হয় ৩৫/এ ধারায়। এই ধারা অনুযায়ী কাশ্মীরে স্থায়ী বসবাসের ব্যাপারে রাজ্যের আইন প্রণেতাদের আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও