অ্যানিমেটেড অ্যাভাটার ও ই-মেইল দিয়ে লগইন সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
অ্যানিমেটেড অ্যাভাটার ও ই–মেইলের মাধ্যমে পরিচয় যাচাই করে প্রবেশ করার (লগইন) সুবিধা যুক্ত হতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউ এ বেটাইনফো বলছে, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণের ব্যবহারকারীরা নতুন এ সুবিধা দুটি পরখ করতে পারছেন।
হোয়াটসঅ্যাপে অ্যাভাটার সুবিধা থাকলেও এবার প্রথম অ্যানিমেটেড অ্যাভাটার যুক্ত হবে। এর আগে অবশ্য এ সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে জানা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন সচল থাকা অ্যাভাটার গুচ্ছের অ্যানিমেটেড সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন। অ্যানিমেটেড অ্যাভাটারের একটি ভিডিও প্রকাশ করেছে ডব্লিউ আ বেটা ইনফো। হোয়াটসঅ্যাপে এখন যেসব অ্যাভাটার রয়েছে, সেগুলোর প্রতিক্রিয়া, যেমন লাভ, হ্যাপি, স্যাড প্রভৃতির অ্যানিমেটেড সংস্করণ থাকবে। এখন যেভাবে অ্যাভাটার পাওয়া যায়, ঠিক একইভাবে অ্যানিমেটেড অ্যাভাটরও খুঁজে পাবেন ব্যবহারকারীরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- লগইন
- হোয়াটসঅ্যাপ
- মেটা