You have reached your daily news limit

Please log in to continue


অ্যানিমেটেড অ্যাভাটার ও ই-মেইল দিয়ে লগইন সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

অ্যানিমেটেড অ্যাভাটার ও ই–মেইলের মাধ্যমে পরিচয় যাচাই করে প্রবেশ করার (লগইন) সুবিধা যুক্ত হতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউ এ বেটাইনফো বলছে, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণের ব্যবহারকারীরা নতুন এ সুবিধা দুটি পরখ করতে পারছেন।

হোয়াটসঅ্যাপে অ্যাভাটার সুবিধা থাকলেও এবার প্রথম অ্যানিমেটেড অ্যাভাটার যুক্ত হবে। এর আগে অবশ্য এ সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে জানা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন সচল থাকা অ্যাভাটার গুচ্ছের অ্যানিমেটেড সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন। অ্যানিমেটেড অ্যাভাটারের একটি ভিডিও প্রকাশ করেছে ডব্লিউ আ বেটা ইনফো। হোয়াটসঅ্যাপে এখন যেসব অ্যাভাটার রয়েছে, সেগুলোর প্রতিক্রিয়া, যেমন লাভ, হ্যাপি, স্যাড প্রভৃতির অ্যানিমেটেড সংস্করণ থাকবে। এখন যেভাবে অ্যাভাটার পাওয়া যায়, ঠিক একইভাবে অ্যানিমেটেড অ্যাভাটরও খুঁজে পাবেন ব্যবহারকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন