কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিসিবির প্রস্তাব যাচ্ছে সাকিবের কাছে

সমকাল প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ০৯:৩১

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রতিদিন অনেক ঘটনা ঘটলেও আলোচনায় থাকছে ক্রিকেট। তামিম ইকবালের অবসর, কোমরের চোট ও এশিয়া কাপে খেলা না খেলার বিষয়গুলো ছিল আলোচিত। বৃহস্পতিবার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে তামিম ইস্যু চাপা পড়তে শুরু করেছে। এখন নতুন করে আলোচনার খোরাক জোগাচ্ছে অধিনায়ক নির্বাচন। এ ক্ষেত্রে বিসিবির প্রথম পছন্দ সাকিব আল হাসান। অভিজ্ঞতা, ক্রিকেটীয় মেধা বিবেচনায় নিলে তাই হওয়ার কথা। 


এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করার প্রস্তাব করা হলে সাকিব রাজি হতেন না। বিসিবি যেহেতু দীর্ঘ মেয়াদে দায়িত্বটা দিতে চাচ্ছে, সে ক্ষেত্রে সাকিবেরও মত পরিবর্তন হতে পারে। গতকাল আবাহনী ক্লাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ওয়ানডে দলের অধিনায়ক মনোনয়ন করা নিয়ে শিগগির ফোনে কথা বলবেন বাঁহাতি এ অলরাউন্ডারের সঙ্গে। পাপনের কাছ থেকে প্রস্তাব পেলে হয়তো না করতে পারবেন না সাকিব। কারণ, তিনিও তো চান ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো করুক বাংলাদেশ। এ ছাড়া তামিম স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ায় সাকিবকে নেতৃত্বে আনা হলে বিতর্কিত হওয়ারও কিছু নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও