টেলিভিশনে বাইশে শ্রাবণের যত আয়োজন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ০৭:০২
বাংলাদেশ টেলিভিশনে বেলা ১টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’। গান, আবৃত্তি ও আলোচনার সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়েছেন সৌমিত্র শেখর, ঝর্ণা রহমান ও খায়রুল আলম সবুজ। গান পরিবেশন করবেন অনিমা রায় ও ছায়া কর্মকার। আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও লীলা হাসান।
সকাল ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সকাল ১০টা ৩৫ ও বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাত ৯টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ‘অপরিচিতা’। রাত ১০টা ২০ মিনিটে দেখানো হবে ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’।
- ট্যাগ:
- বিনোদন
- অনুষ্ঠানসূচী
- টেলিভিশন চ্যানেল